শামছুল আলম আখন্জী, তাহিরপুর:
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনিসুল হক বড়দল কাউকান্দি বাজার নতুন বাজার শ্রীপুর বাজারে দিনভর গনসংযোগ করেছেন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গণসংযোগ ও পথসভা করেছেন। তিনি বিভিন্ন গ্রামের মুরুব্বিদের সঙ্গে দেখা করে তাদের প্রার্থনা কামনা করেন।
আনিসুল হক শনিবার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার নতুন বাজার এর আশ পাস গ্রামগুতে গনসংযোগ করেন।
এ সময় তার সঙ্গে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় মুরুব্বী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান প্রার্থী আনিসুল হক বলেন, আমি দুই ইউনিয়নের ৮-১০টি গ্রামে শনিবার গণসংযোগ করেছি। এলাকার প্রবীণ মুরুব্বি, তরুণ ও নারীরা আমাকে আশির্বাদ করেছেন।