1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাধক ক্বারী নূরআলী শাহ’র ওরস ৬ ফালগুন

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯, ১.২০ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধিঃ
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওর সংলগ্ন তরং /শিবরামপুর গ্রামে, আধ্যাত্বিক সাধক ক্বারী নূরআলী শাহ’র (র.) মাজার মোকামে পুর্বের নির্ধারিত তারিখ অনুযায়ী ৬,ফাল্গুন সোমবার সকাল হতে ওরস ও মেলা শুরু হবে।ওরসটি আগামী (১৮ই,ফেব্রুয়ারি) সোমবার সকাল থেকে শুরু হয়ে (১৯শে,ফেব্রুয়ারি)মঙ্গলবার সকালে শেষ হবে। আধ্যাত্বিক ক্বারী হযরত নুরআলী শাহর ওরস কে কেন্দ্র করে সুনামগঞ্জ তাহিরপুর, ধর্মপাশা জামাগঞ্জ,মধ্যনগর সহ কয়েকটি উপজেলার বিভিন্ন গ্রাম হতে আসা ভক্তদের উৎসবের বিরাজ করে মোকাম প্রাঙ্গন, এছাড়াও মোকামের পার্শ্ববর্তী তরং/শিবরামপুর গ্রামের প্রতিটি পরিবারেই স্বজনদের ভীড় জমে । উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর সংলগ্ন আধ্যাত্বিক কারী হযরত নুর আলী শাহ মোকামে, প্রতি বছরেই একদিন ব্যাপি ফাল্গুনের ৬ তারিখ, এই ওরস মেলাটি অনুষ্টিত হয়। মাজার আসা ভক্তদের মধ্যে অনেকেই মনের আসা হাসিলের জন্য, মানত করা গরু,খাসি,মোরগ নিয়ে আসে এই মোকামে। কেউ বা আবার মনের ভাসনা পূর্ন হওয়ার জন্য বিশেষ মোনাজাত করেন। ছাত্র নেতা জিয়াউর রহমান জিয়া ও শিবরামপুর গ্রামের সুয়েব মিয়া জানায়, প্রতিবছরই ফাল্গুন মাসের( ৬,তারিখ) একদিন ব্যাপী এই ওরস ও মেলা উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন গ্রাম হতে কয়েক হাজার নারী,পুরুষ শিশু হতে বৃদ্ধদের সমাগম ঘটে এই মোকামে । মোকামের খাদেম মোহাম্মদ নুর মিয়া জানান,আগামীকার রবিবার সকাল হতে জেলার বিভিন্ন প্রান্ত হতে আসতে শুরু করবে ভক্তবৃন্দরা সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত, হালকা জিকির, মুর্শিদী, ভান্ডারী, পল্লীগীতি, লালনগিতি, বাউল সঙ্গীত গান গাইবে অতিথি শিল্পিসহ স্থানীয় শিল্পিরা।তাদের নিরাপত্তার জন্য প্রতিবছরের ন্যায় এ বছরেও প্রশাসনের পাশাপাশি আমাদের স্থানীয় ওরস পরিচালনা কমিটির নিয়োগ প্রাপ্ত ভলান্টিয়ারের নজরদারিতে থাকবে। ওরস পরিচালনা কমিটি জানান আমাদের পক্ষ হতে ওরস প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবছরেও একটি অস্থায়ী অভিযোগ কেন্দ্র স্থাপন করা এবং জেলার বিভিন্ন প্রান্ত হতে আসা ভক্তদের নিরাপত্তার জন্য।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!