স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেনের দুর্নীতির বিষয়ে তদন্তের নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই নোটিশটি ২০১৮ সালের ৮ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে থেকে পাঠানো হয়েছিল। দুদকের মহাপরিচালক (তদন্ত) মোস্তাফিজুর রহমান এই নোটিশটি পাঠিয়েছিলেন। নোটিশটির অনুলিপি সিলেটের দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ও সুনামগঞ্জ জেলা প্রশাসককেও তদন্তের জন্য পাঠানো হয়েছিল।
নোটিশে বলা হয়েছিল কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালে মোবারক হোসেন ওই স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা মিলে স্কুলের টাকা আতœসাত করেছিলেন। এই অভিযোগে স্থানীয় সচেতন মহলের জনৈক ব্যক্তি দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছিলেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য নোটিশ পাঠিয়েছিল দুদক।