স্টাফ রিপোর্টার::
অস্ত্র ও মাদকসহ গোপাল সাহা ও নিতাই নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে সুনামগঞ্জ সদর উপজেলার নবীনগর এলাকা থেকে শহরের আরপিন নগর এলাকার গৌতম চন্দ্র শাহা (৪০) ও বিশ্বম্ভরপুর উপজেলা লালারগাঁও এলাকা থেকে নিতাই দেবনাথ (২০) কে আটক করা হয়।
পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলার নবীনগর থেকে গৌতম চন্দ্র সাহাকে পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১১০ পিছ ইয়াবা, ১ কেজি গাজা, চুরি, ১২ টি মোবাইল ফোন, ডিজিটাল হাত ঘড়ি, ২ টি রোল পেপার, অস্ত্র রাখার বাক্স, টিপ চাকুসহ তাঁকে গ্রেফতার করা হয়। অপরদিকে বিশ্বম্ভরপুর উপজেলার থেকে ৭ বোতল বিদেশি মদসহ নিতাই দেবনাথকে আটক করে পুলিশ। আটকৃত আসামিদের মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলার লালারগাঁও এলাকার গোপাল দেবনাথের পুত্র নিতাই দেবনাথ(২০) ও সুনামগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের রায়পাড়া এলাকার মৃত গোপাল চন্দ্র শাহার পুত্র গৌতম চন্দ্র সাহা। বর্তমানে তারা দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ন আইন ও অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম বলেন, আমরা সুনামগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি। এরই ধারাবাহিকতায় মাদক বিরোধী অভিযানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। বর্তমানের তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। সুনামগঞ্জে যেনো মাদকের বিস্তার তৈরি হতে না পারে আমরা সেদিকে নজর রাখছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।