স্টাফ রিপোর্টার::
সদর উপজেলার জাহাঙ্গীর নগরে গণসংযোগ করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসী সিদ্দিকা। সোমবার তিনি ইউনিয়নের একাধিক গ্রামে গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগকালে ফেরদৌসী সিদ্দিকা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামকে শহরে পরিণত করার সংগ্রামে আমি স্থানীয় সরকারের একজন ক্ষুদ্র প্রতিনিধি হিসেবে উপজেলা পরিষদে প্রতিদ্বন্দিতা করছি। অতীতে যেভাবে সহযোগিতা পেয়েছি এবারও আশা করি আপনাদের সমর্থন ও দোয়া পাব। তিনি আগামী ১০ মার্চ অনুষ্টিতব্য নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়জুক্ত করার অনুরোধ জানান।
তিনি বলেন, আমার বাবা এ দেশকে স্বাধীন করেছিলেন। এখন তার সন্তান ও মুক্তিযুদ্ধের পক্ষের তরুণ প্রজন্ম হিসেবে আমি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আপনাদের সহযোগিতা চাই।