দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ও ভাটিপাড়া দুই ইউনিয়নের ২০টি গ্রামে নতুন বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দিরাই উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন এলাকার সাংসদ ড. জয়া সেনগুপ্তা। উপজেলা ছাত্রলীগ নেতা উজ্জল চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. জয়া সেনগুপ্তা এমপি। বিশেস অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পল্লী বিদ্যুতের এজিএম (দিরাই জোন) নিথিশ সাহা। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল মুকিত সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিশ^জিৎ রায় চৌধুরী, যুবলীগ নেতা শাহ আলম সরদার, ছাত্রলীগ নেতা নুরুল আমিন সরদারসহ বিভিন্ন গ্রামের বিদ্যুৎ গ্রাহকরা। উল্লেখ্য ৪কোটি ২৫লক্ষ টাকা ব্যায়ে দুটি ইউনিয়নের ২০টি গ্রামের ২৪ কিঃ মিঃ এলাকা বিদ্যুতায়ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। এ থেকে ১৮শ গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাবেন বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের এজিএম নীথিশ সাহা।