তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্থবক অর্পন করেন রবিদাস সংঘটন((বিআরএফ)। ২১শে ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টায় তাহিরপুর উপজেলার রবিদাস সম্প্রদায়ের(বি আর এফ)নব গঠিত কমিটির পক্ষ থেকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্থবক অপন করেন সংগটনের সভাপতি জহর লাল রবিদাস,সহ সভাপতি শুনিল রবিদাস,রং লাল রবিদাস,সাধারন সম্পাদক ছানা রবি দাস,সহ সাধারন সম্পাদক শ্যাম লাল রবি দাস ২,যতন রবিদাস,পরিমল রবিদাস,সুরেশ রবিদাস,নির্মল রবিদাস,শিবু রবিদাস প্রমুখ।