স্টাফ রিপোর্টার::
শহরের বড়পাড়া এলাকা থেকে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্য কুদ্দুছ মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে বড়পাড়া থেকে ইন্সপেক্টর আমিনুলের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কুদ্দুছ মিয়া মোটর সাইকেল চুরির মামলার পলাতক আসামি।
কুদ্দুছ মিয়া রাধানগর গ্রামের তাহের মিয়ার ছেলে। সে মোটর সাইকেল ও সাইকেল চোর সিন্ডিকেটের সদস্য। সে বড়পাড়া এলাকার বশির মিয়ার বস্তিতে থাকে।