হাওর ডেস্ক::
এক রাতের মধ্যেই ঢাকা শোকের শহর।
নিমতলী ট্র্যাজেডির পর এবার চকবাজার।
ভারী হয়ে গেছে পুরান ঢাকার বাতাস স্বজন হারানোর আর্তনাদে। পুরান ঢাকার পুনর্বাসন না হলে, রাসায়নিক কারখানা উচ্ছেদ না করলে এমন আরেকটি ঘটনা শুধু সময়ের ব্যাপার।
সুবর্ণা মুস্তাফা অভিনেত্রী ও সংসদ সদস্য
আর নিতে পারছি না। এত শোক, সহ্য করা কঠিন। আহা রে!
ভাষা দিবসে ভাষাহীন আমি। গভীর সমবেদনা।
রিয়াজ অভিনেতা
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় যাঁরা মারা গেছেন তাঁদের জন্য গভীর শোক প্রকাশ করছি।
তাঁদের আত্মার শান্তি কামনা করছি। তাঁদের পরিবার ও পরিজনদের প্রতি রইল গভীর সমবেদনা।
আহতদেরও দ্রুত সুস্থতা কামনা করছি।
শাকিব খান অভিনেতা
দুর্ঘটনাকবলিত পরিবারের প্রতি সমবেদনা।
সরকারের কাছে অনুরোধ, পুরান ঢাকাকে নতুন ঢাকার মতো গড়ে তুলুন। তাহলে পুরান ঢাকার লোকেরাও নিশ্চিন্ত জীবন পাবে।
নিপুণ অভিনেত্রী
আহা রে চকবাজার!
আহা রে মৃত্যুর মিছিল!
চকবাজার…শোকবাজার।
চঞ্চল চৌধুরী অভিনেতা
আমরা যদি একটু সচেতন হতাম, হয়তো শোকের মিছিল এত বড় হতো না। যার যায় একমাত্র সে-ই জানে স্বজন হারানোর যন্ত্রণা! ভাষার দিনে ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাদের পরিবারকে ভয়াবহ এই শোক সহ্য করার শক্তি দান করুক।
সাইমন সাদিক অভিনেতা
এ রকম আগুনের সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে, কোনটা কার লাশ সেটা চেনার উপায় থাকে না। ডিএনএ টেস্ট করে তারপর নিশ্চিত হতে হয়। স্বজনরা জানে এই অপেক্ষা কত নির্মম। ২০১০-এর পর আবারও! আহা রে!
লুৎফর হাসান গায়ক
ঘরবাড়ি আগুনে জ্বলছে। সমান তালে মোবাইল ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছে। কী অদ্ভুত! জীবন-মৃত্যুর মধ্যেও এ কোন স্মৃতি ধরে রাখার চেষ্টা!
শবনম ফারিয়া অভিনেত্রী
চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মাহত। ঝুঁকি নিয়ে এত দিন সেখানে বসবাস করছিল সবাই! দুই দিন পর সব ভুলে আবার হয়তো বসবাস করবে—এটাই বাস্তবতা। নিহতদের পরিবার যেন শোক আর দুর্দিন কাটিয়ে উঠতে পারে—এই দোয়াই করি।
জান্নাতুল ফেরদৌস পিয়া মডেল-অভিনেত্রী
কী অদ্ভুত এক অবস্থা! এতগুলো মানুষ আগুনে পুড়ে মারা গেল, কিছুই করা গেল না! আগেও হয়েছে নিমতলীতে, রানা প্লাজায়। কী তুচ্ছ আমাদের জীবন! কী অসহায় আমরা!
শ্রাবণ্য তৌহিদা মডেল-উপস্থাপিকা
(সৌজন্যে: দৈনিক কালের কন্ঠ।)