স্টাফ রিপোর্টার::
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভাসহ নানা অনুষ্টানের আয়োজন করে জেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। বৃহস্পতিবার সকালে সুনাগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে জেলা প্রশাসনের ব্যবস্থায়পনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। অনুষ্টানে সুধীজন বক্তব্য দেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আফতাব উদ্দিন, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন নবী, সাবেক জেলা ইউনিট কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন প্রমুখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. এমরান হোসেন।
বক্তারা আরো বলেন, বাংলা আমাদের মায়ের ভাষা। এই মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের ভুলে গেলে চলবে না। একুশের চেতনাকে বুকে ধারন করতে হবে। বর্তমান তরুণ ও আগামীর প্রজন্মকে একুশে ফেব্রুয়ারি তাৎপর্য বুঝাতে হবে।
সকালে শহিদ মিনারে প্রভাতফেরি করে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।