স্টাফ রিপোর্টার::
কানাডার টরোন্টোর ডেনফোর্থ সিটির ভিক্টোরিয়া পার্কের বাঙালিদের শিকড় এলাকায আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে উদযাপিত হয়েছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কানাডা সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের নিয়ে শহিদ মিনারে ভাষাশহিদদের শ্রদ্ধা জানানো হয়। এসময় কানাডার নাগরিকরাও বাংলাভাষার জন্য বাঙ্গালিদের আতœত্যাগের কথা শুনে শ্রদ্ধায় আপ্লুত হন।
কানাডা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন অনুষ্ঠানে আর্ন্তজাতিক মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা ও শহিদদের স্মরণ করেন কানাডা সরকারের প্রতিনিধিসহ সেদেশের নাগরিকরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন টরেন্টো সিটি মেয়র জন টরি, বীচেস্ট ঈস্টইয়র্ক এমপি মি. নেথানিয়েল, রাজ্য সরকারের এমপি ডলি বেগম, ঈস্টইয়র্ক সিটি কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ড, বাংলাদেশ কাউন্সিল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ, কানাডা আওয়ামী লীগ সেক্রেটারি আজিজুর রহমান প্রিন্স, অন্টারিও আওয়ামী লীগের আহ্বায়ক মো. হাসান, যুগ্ম আহ্বায়ক সুদীপ সোম রিংকু প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন কানাডা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম।