দিরাই প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দিরাই উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী রঞ্জন কুমার রায়ের নির্বাচনী প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ২টায় থানা রোডস্থ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় মার্কেটে কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা বিদ্যুৎ রায়ের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী রঞ্জন কুমার রায়, যুবলীগ নেতা রুবেল সরদার, রায়হান মিয়া, তাড়ল ইউনিয়ন যুবলীগ সভাপতি মুহিত মিয়া, মাওলানা শিহাব উদ্দিন, বিষ্ণুপদ রায় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ধনীর রঞ্জন রায়, সাবেক ইউপি সদস্য আরব উদ্দিন, আব্দুল হান্নান, জাসদ নেতা মোজাম্মিল মিয়া, যুবলীগ নেতা মোশাহিদ মিয়া, পূর্নেন্দু রায় রিংকু, মাহমুদ মিয়া, নিরু রায় প্রমুখ। রঞ্জন রায় বলেন, কোনভাবেই আমি নির্বাচন থেকে সরে দাড়াবোনা, ১০ই মার্চ পর্যন্ত আমি নির্বাচনে থাকবোই। আমার নির্বাচন প্রতারক ও স্বেচ্ছাচারীদের বিরোদ্ধে। সুন্দর দিরাই গড়তে দলমত নির্বিশেষে সাবাইকে ঘোড়া মার্কায় (তাঁর প্রতিক) ভোট দানের আহ্বান জানিয়ে তিনি বলেন, নৌকার প্রার্থী ছাড়াও অন্য যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সবাই আওয়ামীলীগের লোক, কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীদের স্বাগত জানানো হয়েছে। নৌকা হলেই আওয়ামীলীগ আর আওয়ামীলীগ না এমন বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই, আমি যুবলীগের সভাপতি, আমার কর্মী সমর্থকদের প্রশাসন দ্বারা ভয়ভীতি প্রদর্শণ করার চেষ্টা করে হলে আমরা বসে থাকবোনা। আমি নির্বাচিত হলে কোন দলের নয়, সবার জন্য কাজ করবো।