তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ীর টহলদল শুক্রবার ভোর রাতে লাউড়েরগড় সীমান্তের মেইন পিলার ১২শ, ৪এর সাব পিলার ৮ এর দশঘর নামক এলাকা থেকে ২৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করেছে। জানা যায়, লাউড়েরগড় সীমান্ত ফাড়ীর নায়েক সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে টহল দল উক্ত মদ আটক করেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম ২৮ বোতল ভারতীয় মদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ে জমা দেয়া হয়েছে। এছাড়াও সীমান্তে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্ত সংক্রান্ত সকল ধরণের অপরাধ দমনে বিজিবি সবসময় তৎপর রয়েছে।