স্টাফ রিপোর্টার::
মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজারে সদর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপলের পক্ষে প্রচারণা চালিয়েছেন। শনিবার বিকেলে সদর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ীসহ সুধীজনদের মধ্যে প্রচারণা চালান।
প্রচারণায় উপস্থিত ছিলেন, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেমন্ত তালুকদার, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, যুবলীগ নেতা পিন্টু বণিক, আজিজুল ইসলাম অপু, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সহ-সভাপতি জনিক প্রমুখ।