স্টাফ রিপোর্টার::
২১ ফেব্রুরারির রাতে ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে নিহতদের স্মরণে মোমবাতি প্রোজ্জ্বলন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ।
সোমবার (২৫ শে ফেব্রয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ কেন্দ্রিয় শহীদ মিনারে উক্ত কর্মসূচি পালন করা হয়। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ মনি’র সঞ্চালনায় মোমবাতি প্রোজ্জ্বলন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় ছাত্র ইউনিয়নের সহ সভাপতি মোঃরইসুজ্জামান, জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পাপ্পু সরকার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নিমাই সরকার, অর্থ বিষয়ক সম্পাদক কৃষ্ণপদ দাস, শহর সংসদের সভাপতি গৌতম দাস, সাধারণ সম্পাদক সজিব পাল, সহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় আলোচনা সভা শেষে নিহত শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।