আরিফ বাদশাঃ আজ সোমবার।
পহেলা মহরম। আরবি মাসের প্রথম মাস এবং প্রথম দিন। ১৪৩৮ হিজরী সনের পয়লা দিন। পবিত্র শুভ হিজরী নববর্ষ। হিজরী ১৪৩৮ তম বর্ষ। ১লা মহরম এই মাসটা আমাদের মুসলমানদের জন্য একটা তাত্পর্যপূর্ণ মাস। হিজরী সন আমাদের কাছে ইসলামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ত্যাগ এর ঐতিহাসিক স্মারক। হিজরী সন আমাদের মনে করিয়ে দেয় কিভাবে মক্কার মুশরিকরা পৃথিবীর সেরা মানুষটিকে খুন করতে মরিয়া হয়ে উঠেছিল। আল্লাহ তাঁর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে হেফাযত করেছেন। ইসলামের হিজরী ১২ টি মাসের মধ্যে চারটি মাস অন্যতম। আর এই চারটি মাসের মধ্যে মহরম একটি। এ মহরম মাসের ৯,১০, ও ১১ তারিখে রোজা রাখা উত্তম।