স্টাফ রিপোর্টার:
আফতাব অটোমোবাইলস লিমিটেড এর মোটরসাইকেল ইউনিটের (মাহিন্দ্রা মোটরসাইকেল) ২০১৮ সালের সর্বোচ্চ বিক্রেতা হওয়ার গৌরব অর্জন করেছে সুনামগঞ্জের তাশহিজ এন্টারপ্রাইজ। বুধবার দুপুরে আফতাব অটোমোবাইলস লিমিটেড এর পক্ষ থেকে শ্রেষ্টত্বের পুরস্কার তুলে দেওয়া হয় তাশহিজ এন্টারপ্রাইজের স্বক্তাধিকারী জিএম তাশহিজের হাতে। এই অর্জনে সংশ্লিষ্ট সকলকে শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়েছেন তাশহিজ এন্টারপ্রাইজের পরিচালক জি এম তাশহিজ। তিনি বলেন, “Go Wild For A While” এই শ্লোগানকে সামনে রেখে ২০১৯ সালেও মোটরসাইকেল মার্কেটে নেতৃত্বের পথে থাকবে আফতাব অটোমোবাইলস। দুর্দান্ত অগ্রযাত্রার প্রত্যয়ে তাশহিজ এন্টারপ্রাইজও তার অবস্খান ধরে রাখবে।