স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের দুটি ওয়ার্ডে সদস্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে প্রিসাইডি অফিসার ফলাফল ঘোষণা করেন।
মোহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাবুল হোসেন নির্বাচিত হন। জাহাঙ্গীর নগর ইউনিয়নের ৯ং ওয়ার্ডে বিল্লাল হোসেন নির্বাচিত হয়েছেন। দুটি ওয়ার্ডেই মৃত্যুর কারণে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাচনী অফিসার উত্তম কুমার দাস বলেন, নির্বাচিত ইউপি সদস্যদের মৃত্যুর কারণে সদর উপজেলার দুটি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভোট ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।