স্টাফ রিপোর্টার ::
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দিরাইয়ে দুই দিন লোক উৎসব শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধল গ্রামের মাঠে এই উৎসবের আয়োজন করে শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ।
উৎসবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন করিমপুত্র শাহ নুর জালাল।
শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদের কোষাধ্যক্ষ আপেল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, প্রেসক্লাবের সহ-সভাপতি সোয়েব হাসান, যুগ্ম-সাধারণ স¤পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মোশাহিদ আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে শুরু হয় শাহ আব্দুল করিমের ভক্তবৃন্দের অংশগ্রহণে গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী শাহনাজ বেলীসহ সিলেট থেকে এসেছে শিশু শিল্পী মাহফুজুর রহমান। এছাড়াও গান পরিবেশন করেন স্থানীয় বাউল আব্দুর রহমান, রনেশ ঠাকুর, সিরাজ উদ্দিন, ফয়সাল শাহ প্রমুখ।
(দৈনিক সুনামকন্ঠ)