1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জামালগঞ্জে হালীর হাওরের বাঁধ পরিদর্শন করলেন এমপি শামীমা শাহরিয়ার

  • আপডেট টাইম :: শনিবার, ২ মার্চ, ২০১৯, ৯.৪৪ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, জামালগঞ্জ:
সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার শনিবার দুপুরে জামালগঞ্জের হালির হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন।
তিনি হালীর হাওরের মাহমুদপুর, পৈ-প, আছানপুর, হরিপুর, বাঙ্গিয়ার খালের বাঁধসহ হাওরের নির্মাণাধীন বিভিন্ন বাধ পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন।
বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনকালে সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাওরের প্রতি অত্যন্ত আন্তরিক। তিনি নিয়মিত হাওরের বাঁধ নির্মাণ কাজের খোঁজ-খবর রাখেন। হাওর ও বোরো ফসলের স্বার্থ আমাদের সবকিছুর আগে। তাই যে কোন মূল্যে বাঁধের কাজ দ্রুত শেষ করতে হবে। টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। যাতে বাঁধগুলো আগাম বন্যা প্রতিরোধ করে কৃষকের বোরো ফসলরক্ষা করতে পারে। বাঁধ নির্মাণ কাজ দ্রুত শেষ করতে প্রশাসনসহ স্থানীয় জনগনকে সচেতন থাকতে হবে।’
এসময় তাঁর সঙ্গে ছিলেন বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম তালুকদার, প্যানেল চেয়ারম্যান মশিউর রহমান, ইউপি সদস্য মনো মিয়া, আবু সুফিয়ান, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আলী আমজাদ, যুগ্ম আহবায়ক সামছুল আলম, কৃষক লীগ নেতা মামুন মিয়া, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, সদস্য সায়েক রাজা প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!