স্টাফ রিপোর্টার::
নূর হোসেনের মাইক প্রতীকের আওয়াজ এখন তৃণমূলে সারা ফেলেছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক নূর হোসেন প্রতিদিন কর্মী-সমর্থক নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। মাঠে আওয়াজ তুলে তিনিও দাপিয়ে বেড়াচ্ছেন এলাকা।
দক্ষিণ সুনামগঞ্জ এলাকার সচেতন মানুষজন জানান শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিত্ব, বিনয়সহ নানা গুণে গুণান্বিত নূর হোসেন উপজেলার সর্বত্র পরিচিত এক মুখ। শুরু থেকেই তিনি প্রচারণায় থাকায় প্রত্যন্ত এলাকায় পৌছেছে তার প্রার্থীতার খবর। সর্বশেষ প্রতীক পাবার পর উপজেলা আওয়ামী লীগও তাকে আনুষ্ঠানিক সর্মথন জানিয়ে প্রচারণা চালাচ্ছে। এতে তৃণমূলেও তার ভিত্তি তৈরি হয়। তার সঙ্গে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ ও নির্বাচনী এলাকার সচেতন মানুষজনকে প্রচারণায় দেখা যাচ্ছে।
প্রভাষক নূর হোসেন বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার প্রধান পাথেয়। সবাই যেভাবে আন্তরিকভাবে প্রচারণা চালাচ্ছেন, এবং প্রতিদিন তৃণমূলে যে সারা পাচ্ছি তাতে আমি আশাবাদী জনতা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি জনতার প্রতিনিধি হয়ে পাশে থাকতে চাই।