1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

টেস্ট ক্রিকেটে প্রথম দ্রুততম সেঞ্চুরি সৌম্যের

  • আপডেট টাইম :: রবিবার, ৩ মার্চ, ২০১৯, ১১.০৬ এএম
  • ৩৬৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন সৌম্য সরকার। দেশের সবচেয়ে সম্ভাবনাময় এই তরুণ ব্যাটসম্যান রীতিমতো অ-ধারাবাহিক।
যে কারণে সমালোচিতও হতে হয় তাকে। টেস্ট স্কোয়াডেই ছিলেন না শুরুতে। তবে মুশফিক ইনজুরিতে পড়ায় এবং আরও ইনজুরির আশংকায় ওয়ানডে সিরিজ শেষে তাকে রেখে দেওয়া হয়েছিল। প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে আস্থার প্রতিদান দিলেন সৌম্য। দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বসলেন তামিম ইকবালের পাশে।
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সেই স্মরণীয় টেস্ট ৯৪ বলে সেঞ্চুরি করে তামিম ইকবাল এতদিন একাই দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন। এবার তার সঙ্গী হলেন সৌম্য। আজ তামিমকে ছাড়িয়েও যেতে পারতেন তিনি। হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিন সকালে সৌম্য সরকারের রান তখন ৯২ বলে ৯৯।
টিম সাউদির করা পরের বলটি ঠিকঠাক খেলতে পারেননি। তবে পরের বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির আনন্দে ভাসেন এই তরুণ হার্ডহিটার।
দ্রুততম টেস্ট সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ব্রেন্ডন ম্যাককালামের। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন। একশর কম বলে সেঞ্চুরি করার রেকর্ডের মালিক বীরেন্দ্র শেবাগ। ভারতের সাবেক এই হার্ডহিটার এক-দুবার নয়; মোট ৭বার একশর কম বলে সেঞ্চুরি করেছেন। এছাড়া অ্যাডাম গিলক্রিস্ট করেছেন ছয়বার। ম্যাককালাম, ক্রিস গেইল ও ডেভিড ওয়ার্নার করেছেন চার বার করে। তিন বার করে ইয়ান বোথাম, কপিল দেব, ব্রায়ান লারা ও শহিদ আফ্রিদি।
সৌম্য দিন শুরু করেছিলেন ৫১ বলে ৩৯ রান নিয়ে। তার ইনিংসটি শেষ পর্যন্ত থামে ১৪৯ রানে। উইকেটে ছিলেন ২৫৫ মিনিট। খেলেছেন ১৭১ বল এবং হাঁকিয়েছেন ২১ চার ৫ ছক্কা। চোখ ধাঁধানো সব পুল-হুক-অফ ড্রাইভ আর রাজকীয় সব ছক্কায় ফিরে পাওয়া গেছে সেই পুরনো সৌম্য সরকারকে। তাকে এই রূপেই দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা। সৌম্যর পর ১৪৬ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহও। তবে বাকীদের ব্যর্থতায় ইনিংস এবং ৫২ রানে হারতে হয়েছে বাংলাদেশকে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!