স্টাফ রিপোর্টর::
০৩/০৩/২০১৯ তারিখ বিকাল ০৩:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাস মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিক মাপের জাতীয় পতাকা বিতরণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান জাতীয় পতাকা একটি দেশের প্রতীক, ইতিহাস ও ঐতিহ্য ও দেশপ্রেমের ধারক-বাহক। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ভবন ও ইউনিয়ন ভূমি অফিসে সঠিক মাপের জাতীয় পতাকা প্রাপ্তি ও উত্তোলন নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রদীপ সিংহ, পানি উন্নয়ন বোর্ডের পওর-১ এর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূইয়া, পানি উন্নয়ন বোর্ডের পওর-২ এর নির্বাহী প্রকৌশলী খুশি মোহন সরকার, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিববৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।