স্টাফ রিপোর্টার::
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সদর উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর সংগঠনের প্রাথমিক সদস্যসহ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। গতকাল (২ মার্চ) হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকটি পত্রিকা অফিসে ডাক মারফত পাঠানো চিঠির মাধ্যমে তিনি অব্যাহতিপত্র প্রেরণ করেন।
অব্যাহতি বিষয়ে শারিরিক অসুস্থতা ও পারিবারিক ব্যবস্তার কথা উল্লেখ করে জানান, তিনি বিভিন্ন সময়ে সংগঠনের প্রতিষ্ঠার পর থেকেই হাওরে হাওরে ঘুরে তথ্য সরবরাহ করে সগঠনকে সহযোগিতা করেছেন। সরেজমিন বাঁধ ঘুরে তথ্য সংগ্রহ করে বিভিন্ন ফোরামে কৃষকদের পক্ষে কথা বলেছেন। শারিরিক অসুস্থতার জন্য তিনি এখন সংগঠনকে সময় দিতে পারবেন না তাই স্বেচ্ছায় সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ কেন্দ্রীয় কমিটি থেকেও অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। আবেদন প্রাপ্তির সাথে সাথেই তিনি অব্যাহতি নিয়েছেন মর্মে গণ্য হবে বলে উল্লেখ করেছেন আবেদনপত্রে।
উল্লেখ্য মালেক হুসেন পীর সুনামগঞ্জ জেলার নির্লোভ, আপসহীন, সাহসী ও প্রতিবাদী মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত। প্রতিবাদের কারণে তিনি জাতীয় ভাবেও আলোচিত। তার জনস্বার্থে করা বিভিন্ন মামলায় সরকারের বড় বড় কর্মকর্তাবৃন্দও জেল খেটেছেন।