1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘শিবের’ সন্তুষ্ঠি অর্জনে মধ্যনগরের মনাই নদী তীরে শিবপুজা শুরু

  • আপডেট টাইম :: সোমবার, ৪ মার্চ, ২০১৯, ১২.৪২ পিএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
সনাতন ধর্মালম্বীদের ধর্মদেবতা ‘শিবের’ সন্তুষ্ঠি অর্জনে প্রতি বছরের ন্যায় সুনামগঞ্জের মধ্যনগরে মনাই নদীর তীরে আজ সোমবার সন্ধা থেকে শুরু হচ্ছে শিবপুজা।
জেলার ধর্মপাশা উপজেলার হাওরবেষ্ঠিত মধ্যনগর থানার মদনপুর গ্রামে শিব চতুর্দশীতে আজ সোমবার সন্ধা রাত থেকে শিবপূজা অনুষ্ঠিত হবে।’
শিব ভক্ত ও পুজারীদের সুত্রে জানা যায়, গত প্রায় পাঁচ দশকের অধিক সময় ধরে চলে আসা সনাতন ধর্মলম্বীদের ধর্মদেবতা ‘শিবের’ সন্তুষ্ঠি অর্জন, মানত বা মনোবাসনা পুর্ণ হওয়ার আশায় প্রায় চামরদানী ইউনিয়নে রামদীঘা পরগনায় মনাই নদীর তীরে মদনপুর গ্রামে প্রতি বছর শিব চতুর্দশীতে শিবরাত্রী শিব তিথিতেএ শিব পুজা হয়ে আসছে।
এ বছর ৪ও ৫ মার্চ ১৯ ও ২০ ফাল্গুন সোম এবং মঙ্গলবার দুই দিনই শিবরাত্রীর তিথি থাকবে বলে পুজা উদযাপন কমিটির লোকজন জানিয়েছেন।
শিব ভক্ত অমৃত জ্যোতি রায় সামন্ত জানান, প্রতি বছরের ন্যায় এবারো আজ সোমবার সন্ধ্যা থেকেই স্থানীয় মধ্যনগর এলাকার সনাতন ধর্মালম্বী ভক্তকুল ও পুজারী ছাড়াও সুনামগঞ্জ-নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার পুজারী ও ভক্তরা সকাল থেকেই সমবেত হয়েছেন মনাই নদীর তীরে মদনপুর গ্রামের শিব পুজায় অংশ গ্রহন করতে।
মধ্যনগরের মনাই নদীর তীরে মদনপুর গ্রামের চামরদানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মুখে ও একতা উচ্চ বিদ্যালয়ের মাটে সোমবার মধ্যরাতে ধর্মদেবতা’র মুল পুজা অনুষ্ঠিত হয়। পুজা উপলক্ষে সন্ধারাত থেকে ভোররাত পর্যন্ত ভক্তদের অংশ গ্রহনে, মঙ্গল আরতী, কীর্তন, ধর্মীয় সঙ্গীত পরিবশন করা হবে।,
শিব পুজাকে ঘিরে বিদ্যালয় মাঠ ও মনাই নদীর তীরঘেষে বসে মেলা। মেলায় খেলনা সামগ্রী, খাবার দোকানপাঠ ও হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসে সারি সারি দোকানপাঠ । পরদিন মঙ্গলবার সকাল ১০টায় প্রসাদ বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হবে মেলা ও পুজার।,
পুজা উদযাপন কমিটির সদস্য সুরঞ্জন তালুকদার বলেন, ভক্তরা নিজেদের মানত, মনোবাসা পুর্ণ হওয়া এবং মনোবাসা পুর্ণের আশায় শিব সন্তুষ্ঠি অর্জনে কবতুর, পাঠা, হাঁস-মুরগী, টাকা-পয়সা কিংবা প্রসাদ বিতরণ করেন।,
সোমবার মধ্যনগর থানার ওসি সেলিম নেওয়াজ জানান, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুজা ও মেলাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!