স্টাফ রিপোর্টার ::
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন পালিত হয়েছে। “ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই স্লোগানকে সামনে রেখে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এই মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ মহিলা পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা। এতে বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে শহরের আলফাত স্কয়ারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাবেক সভাপতি শীলা রায়, বর্তমান সভাপতি গৌরী ভট্টাচার্য, সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, অ্যাড. প্রসেনজিৎ দে, পাপিয়া আশরাফি প্রমুখ।
বক্তারা বাঙ্গালির চিরায়ত উৎসব দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যাতে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অসাম্প্রদায়িক চেতনায় উদযাপন করতে পারেন, সে ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।