স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল হুদা চপল ৪০ হাজার ৫০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদর উপজেলার ৭৬টি কেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্রেই বিজয়ী হন তিনি। তার প্রতিদ্বন্ধী প্রার্থী মনীষ কান্তি দে মিন্টু ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪১৭ ভোট।
কেন্দ্র ঘোষিত ফলাফলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন খায়রুল হুদা চপল।
তার বিজয়ের খবর শোনে শহরের হাজীপাড়াস্থ বাসভবনে কর্মী সমর্থকদের ভিড় বেড়েছে। তারা ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন খায়রুল হুদা চপলকে। খায়রুল হুদা চপল এই বিজয়কে শেখ হাসিনার বিজয় বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।