1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদকে বিএনপিমুক্ত করলেন খায়রুল হুদা চপল!

  • আপডেট টাইম :: রবিবার, ১০ মার্চ, ২০১৯, ১.৪৬ পিএম
  • ৩১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
উপজেলা পদ্দতি চালুর পর গত চারটি নির্বাচনে বিএনপি প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিন টানা চারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে এসে এই উপজেলাটি স্বাধীনতার প্রতীক নৌকা নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল হুদা চপল। সদর উপজেলা পরিষদের প্রধান চেয়ারটি দুই যুগ পর বিএনপিমুক্তি হওয়ায় আনন্দে উদ্বেলিত আওয়ামী লীগ নেতাকর্মীরা। চেয়ারম্যান পদটি আওয়ামী লীগকে উপহার দেওয়ায় তারা জননেত্রী শেখ হাসিনা ও চেয়ারম্যান খায়রুল হুদা চপলকে অভিনন্দন জানিয়েছেন।
৫ম উপজেলা পরিষদ নির্বাচনের তোরজোড় শুরু হওয়ার পরই সুনামগঞ্জ সদর উপজেলার তৃণমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই উপজেলায় যোগ্য প্রার্থী দেওয়ার জন্য কেন্দ্রকে আহ্বান জানিয়েছিলেন। এই উপজেলায় নৌকা প্রতীকে বিজয় ছিনিয়ে আনতে তারা খায়রুল হুদা চপলকেই যোগ্য ও শক্তিশালী প্রার্থী হিসেবে নাম প্রস্তাব করে। অবশেষে কেন্দ্র জেলা যুবলীগের আহ্বায়ক, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক খায়রুল হুদা চপলকেই মনোনয়ন দেয়। মনোনয়ন পেয়েই তিনি চষে বেড়ান নির্বাচনী এলাকা। ক্লান্তিহীন প্রচারণা চালিয়ে মাঠে সাড়া ফেলেন তিনি। নির্বাচনের আগেই নৌকার গণজোয়ার তোলে তিনি প্রচারণা থামান।
আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মনীষ কান্তি দে মিন্টুকে পরাজিত করে নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন খায়রুল হুদা চপল।
বিজয়ের প্রতিক্রিয়ায় খায়রুল হুদা চপল বলেন, এই বিজয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বিশ্বনেত্রী শেখ হাসিনার। এ বিজয় সদর উপজেলার জনতার। তিনি বলেন, সদর উপজেলা পরিষদকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এটাই আমার বিজয়ের অঙ্গিকার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!