হাওর ডেস্ক ::
দেশের সব এটিএম বুথ, পস মেশিন, ই-কমার্স সাইট ও পেমেন্ট গেটওয়েতে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা লোগো বসানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পর্যায়ক্রমে এই লোগো এটিএম কার্ডে ব্যবহার করতে হবে। সোমবার (১১ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কার্ডভিত্তিক লেনদেন করতে ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (এনপিএসবি) চালু করে কেন্দ্রীয় ব্যাংক। অভ্যন্তরীণ কার্ডভিত্তিক লেনদেন এই সুইচের মাধ্যমে হয়ে থাকে। এই ধরনের লেনদেন জনপ্রিয় হওয়ায় এনপিএসবি লোগো তৈরি করা হয়েছে।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এটিএম বুথ ও পস মেশিন এবং ডিজিটাল ডিসপ্লেতে এই লোগো ব্যবহার করতে হবে। এই বছরের আগস্ট থেকে নতুন ইস্যু করা ব্যাংকের নিজস্ব ব্র্যান্ডের কার্ডে এই লোগো ব্যবহার করতে হবে। পুরাতন কার্ডে পর্যায়ক্রমে এর ব্যবহার নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক ব্র্যান্ডের কার্ডে চুক্তি নবায়নের সময় এনপিএসবি লোগো ব্যবহারের শর্ত নিশ্চিত করতে হবে। কার্ডের সামনের অংশে ডানদিকে এই লোগো ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। ওই কার্ডটি কীভাবে ব্যবহার করতে হবে তার নীতিমালাও তৈরি করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রঙ, নকশা ও ডিজাইন সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, আন্তঃব্যাংক কার্ডভিত্তিক লেনদেনকে নিরাপদ ও ব্যয় সাশ্রয়ী করার জন্য এনপিএসবি চালু করা হয়। আগে এক ব্যাংকের কার্ড অন্য ব্যাংকের এটিএম বুথে ব্যবহার করলে ৪০ থেকে ৬০ টাকা চার্জ আদায় করা হতো। সুইচ হিসেবে ব্যবহৃত হতো বিদেশি ভিসা, মাস্টারকার্ড, জেসিবি ইত্যাদি। এখন এনপিএসবি সুইচের মাধ্যমে এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে খরচ হয় মাত্র ১৫ টাকা।