তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে সাড়ে ১০টায় উপজেলা পরিষদ থেকে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে একটি র্র্যালী বের হয়। র্র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে পাবলিক লাইব্রেরীতে এসে আলোচনা সভায় মিলিত হয়। অালোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস ছালাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী অধাক্ষ্য মাজহারুল ইসলাম প্রমুখ। পরে ভোক্তা অধিকার সংরক্ষনে ছাত্র-শিক্ষকের ভূমিকা বিষয়ে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতায় অনুষ্টিত হয়। প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক সনদ,ক্র্যাস্ট ও সৌজন্য সম্মানী দেওয়া হয়।