দিরাই প্রতিনিধি::
দিরাই উপজেলাকে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত রেখে মডেল উপজেলা গঠনের অঙ্গীকার করেছেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য মঞ্জুর আলম চৌধুরী। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এলকার উন্নয়নের জন্য সকলের সহযোগীতা চেয়ে তিনি বলেন, নির্বাচনে আমরা চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছি, সবাই আওয়ামীলীগ পরিবারের। এলাকার সাংসদ ড. জয়া সেনগুপ্তার নেতৃত্বে দিরাই উপজেলাকে একটি আদর্শ ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়তে নিরলসভাবে কাজ করে যাবো। গতকাল শনিবার দুপুর ১২টায় তাঁর নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনোত্তর মতবিনিময় সভায় বক্তব্যেকালে তিনি এসব কথা বলেন। নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্ঠা হাজী রহমত মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক সরদার গোলাম মোস্তফা রুমীর পরিচালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন আমেরকিা প্রবাসী কমিউনিটি নেতা আমিরুল ইসলাম, যুক্তরাজ্যস্থ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’র নির্বাহী সদস্য সিজিল মিয়া, যুবলীগ নেতা সেবুল রেজা চৌধুরী, আওয়ামীলীগ নেতা মতিউর রহমানসহ বিভিন্ন ইউনিয়ের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিজয় মিছিলসহকারে আসতে থাকে নেতাকর্মীরা। এক পর্যায়ে মতবিনিময় সভাটি জনসভায় পরিনত হয়। উল্লেখ্য ১০মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী প্রদীপ রায়কে ৬২ ভোটে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন মঞ্জুর আলম চৌধুরী।