বিশেষ প্রতিনিধি::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়নে কোন দল নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাগরিক উন্নয়ন চান। বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপ নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। বদলে গেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বই শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগসহ সর্ব ক্ষেত্রে অসামান্য অবদান অর্জন করে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হচ্ছে। ১ কোটিরও বেশী প্রবাসী দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই মিলে-মিশে পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রম করলে ফল পাওয়া যায়। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন আর বেশী দুরে নয় বাংলাদেশের আজকের প্রজন্ম লন্ডনের চেয়ে বেশী সুযোগ সুবিধা পাবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বৈদেশিক মুদ্রা অর্জন করবে। এমনকি বিশ্বের অন্যতম দেশ সুদূর আমেরিকার লোকজনও আমাদের দেশে কর্ম সংস্থানের খোঁজে আসবে।
বর্তমান সরকার প্রযুক্তি নির্ভর একটি আধুনিক জাতি গঠনের লক্ষ্যে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, শিক্ষার্থীদের আগে শিক্ষকদেরকে আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা অর্জন করা প্রয়োজন। তিনি বলেন, শিক্ষকরা যদি তাদের ওপর অর্পিত গুরুদায়িত্ব সঠিকভাবে দায়িত্বশীল ও যতœবান হয়ে শিক্ষার্থীদের সুশিক্ষা মাধ্যমের গড়ে তোলতে পারলে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব।
শনিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত শিক্ষাউপকরণ মেলা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান এবং কলকলিয়া ইউনিয়নের হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা রির্সোস সেন্টারের দায়িত্বরত কর্মকর্তা হারুনুর রশিদের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। এসময় জেলা অতিরিক্ত জেলা প্রশাসক শফীউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে মন্ত্রী উপজেলার কলকলিয়া ইউনিয়নের হাজী রঙ্গুর আলী টেকন্যাশিয়ান স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেন । পরে হাজী রঙ্গুর আলী আটপাড়া টেকনিকেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও পাড়ারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুস সালাম ও মিজানুর রহমান মিজানের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ও বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম রিজু মিয়া, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ফাউন্ডার্স বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ তারিকুল আম্বিয়া অপু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী রঙ্গুম আলী টেকনিকেল কলেজ এন্ড স্কুল পরিচালনা কমিটির সদস্য আলাল হোসেন রানা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দীন প্রমূখ।