জাকির হোসেন রাজু,বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের পুনঃ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নৌকার পক্ষে উপজেলা নেতৃবৃন্দ থেকে শুরু করে ওর্য়াড পর্যায়ের সকল প্রতিদিন গণসংযোগ করছেন নেতৃবৃন্দ ।
সোমবার নৌকার প্রার্থী আব্দুল গনির পক্ষে গণসংযোগে অংশ গ্রহণ করেন উপজেলা কৃষক লীগরে সহ সভাপতি আব্দুল আওয়াল, দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজ ছাত্রলীগের প্রস্তাবিত সভাপতি বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী শামছুল ইসলাম,সহ সভপতি মজিল হক, সাধারণ সম্পাদক বকুল মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাক আহমদ, স্বাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন, কৃষি সম্পাদক সাজুল হক, ইউপি যুবলীগ নেতা মনির হোসেন, ইন্দ্রলাল, ইউনিয়ন শ্রমিক লীগ সহ সভাপতি শিরুল হক, কৃষক লীগ সহ সভাপতি আবুল কালাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি নির্মল সেন, সাধারন সম্পাদক গোলাম মেরাজ, মকবুল হোসেন, ৭ নং আ.লীগ সভাপতি মনির হোসেন প্রমুখ।
গত ৪জুন বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪টি ইউনিয়নে প্রার্থী নির্বাচিত হলেও বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল গণি ও জাতীয়পার্টির প্রার্থী এরশাদ মিয়া প্রত্যেকেই ৪ হাজার ৩০ ভোট করে সমান সংখ্যক ভোট পান। ফলে কোন প্রার্থীকেই বিজয়ী ঘোষণা করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।