স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও র্যালি করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। রবিবার দুপুরে শহরের রমিজ বিপণীস্থ জেলা আ.লীগের কার্যালয় থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে আনন্দর্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে সেখানে গিয়ে র্যালি শেষ হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মজনু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. বোরহান উদ্দিন, লাভলু আহমদ, ইকবাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুহেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সালেহ আহমদ চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মখলিছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শিবলু আহমদ চৌধুরী, আতাউর রহমান তাপস, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মারুফ রশিদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির, নাজমুল হক, অর্থ বিষয়ক সম্পাদক রুপন আহমদ প্রমুখ।
প্রধান অতিথি জুবের আহমদ অপু বলেন, বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু। তিনি বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়ে পৃথবীর বুকে মাথা উচু করে দাড়ানোর সুযোগ করে দিয়েছেন। এ কারণে তিনি বাঙালির অবিসংবাদিত মহান নেতা। তার সাহস ও স্বপ্নকে বুকে ধারণ করে আমাদের পথ চলতে হবে। তার আদর্শ ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মধ্যে।