স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারে মা মেডিকেল সার্ভিসে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়েছে। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের তত্বাবধানে রোগিদের ফ্রি ব্যবস্থাপত্র দেওয়া হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন সুনামগঞ্জ বি.এম.এ এর সাংগঠনিক সম্পাদক এবং নবজাতক ও শিশুরোগ চিকিৎসক ডাঃ সৈকত দাস ও মেডিসিন ও ডায়াবেটিস রোগ চিকিৎসক ডাঃ পিন্টু কুমার দাস। তারা অন্তত দুইশত রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন।