স্টাফ রিপোর্টার ::
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন, সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আজাদ মিয়া তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। রবিবার রাত সাড়ে ৮টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
মোল্লাপাড়া ইউনিয়নের বাসিন্দা আজাদ মিয়া গত বৃহস্পতিবার রাতে শহরের পিটিআই এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মাথার জখম গুরতর হওয়ায় আজাদ মিয়া শঙ্কামুক্ত নন বলে জানিয়েছিলেন নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা।
জানা গেছে হাওরের বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় এলাকার প্রভাবশালীমহল ভাড়া করা সন্ত্রাসীদের দ্বারা আজাদ মিয়ার ওপর হামলা করিয়েছে বলে অভিযোগ করেন তার পরিবারের লোকজন। তারা হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে গত বছর হাওরের অনিয়ম ও দুর্নীতির বিষয় নিয়ে উচ্চ আদালতে রিট করেছিলেন আজাদ মিয়া।
আজাদ মিয়ার ভাই আফরোজ রায়হান বলেন, আমার ভাই ফসলরক্ষা বাঁধের কাজে দুর্নীতির প্রতিবাদ করে আসছেন। এতে স্থানীয় প্রভাবশালীমহল তাঁকে বিভিন্নভাবে হুমকিধামকি দিয়ে আসছিল। আমার প্রতিবাদী ভাইকে তারা মেরে ফেলেছে। আমরা খুনীদের বিচার দাবি করছি।