স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে কর্মসূচি পালন করেছে ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান সুনামগঞ্জ জেলা কমিটি।’
রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় শহরের পৌর বিপণীস্থ অস্থায়ী কার্যালয়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক শিবলু আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সসম্পাদক সানি রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।
আলোচনা সভায় অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার অন্যতম নেতা নাজমুল হক,মুবিনুল হক,আলামিন খান,রাশেদ খান,আক্তার হোসেন,ইমরান খান,নেছার আহমেদ শফিক,মোঃ কিতাব আলী,রিয়াজ উদ্দিন প্রমুখ।