হাওর ডেস্ক::
সিলেটে উপজেলা পরিষদ নির্বাচনে ১২ উপজেলার সাতটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৮ মার্চ) রাতে সিলেটের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আশফাক আহমদ (নৌকা), দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ প্রার্থী আবু জাহিদ (নৌকা), বিশ্বনাথে আওয়ামী লীগ সমর্থিত এস এম নুনু মিয়া (নৌকা) ও বালাগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী মোস্তাকুর রহমান (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম (কাপ পিরিচ), গোলাপগঞ্জে আওয়ামী লীগের ইকবাল আহমদ চৌধুরী (নৌকা), বিয়ানীবাজারে আওয়ামী লীগ বিদ্রোহী আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার) ও কানাইঘাটে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমিন চৌধুরী (নৌকা) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও জকিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লোকমান উদ্দিন চৌধুরী (নৌকা), কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামীম আহমদ শামীম (আনারস), জৈন্তাপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল আহমদ (ঘোড়া) ও গোয়াইনঘাট উপজেলায় আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ফারুক আহমদ (মোটরসাইকেল) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, নির্বাচনে ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১ জন।
(তথ্যসূত্র: সিলেটটুডে২৪.নেট)