স্টাফ রিপোর্টার::
দুর্বৃত্তদের হামলায় নিহত সুনামগঞ্জ সদর উপজেলার হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক আজাদ মিয়াকে শেষ বারের মতো দেখতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার জনতা। তারা চোখের জলে বিদায় দেন তৃণমূলের মাটিমূল এক নেতাকে। তিনি মাস দুয়েক আগে হাওর বাচাও আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে সক্রিয় কর্মসূচিতে যুক্ত ছিলেন। সোমবার বাদ মাগরিব তার নামাজে জানাযা অনুষ্টিত হয়। জানাযায় ধর্মপ্রাণ মানুষের ঢল নামে।
সোমবার দুপুর থেকে তাঁর গামের বাড়ি জলালপুরে ভীড় জমান নারী পুরুষসহ বিভিন্ন বয়সের জনতা। এক সময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় আঙিনাসহ বাড়ীর আশপাশ। বিকেল সাড়ে ৫ টায় আজাদ মিয়ার লাশবাহী গাড়ী পৌঁছলে স্বজনদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে জলালপুর গ্রামের বাতাস। নিহত আজাদ মিয়ার ছোট দুই মেয়ে ও ছেলের কান্নায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
জানাযায় অংশ নেওয়া সাধারণ মানুষ খুনীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত কৃষক নেতা আজাদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টায় মারা যান।
সোমবার ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় বেতগঞ্জ বাজার মাঠে জানাজার নামাজ পর পর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।