স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরের ৬৯নং প্রকল্পের হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ এখনো শেষ হয়নি। স্লোবে মাটি না দেওয়ায় অরক্ষিত আছে বাঁধটি। তাছাড়া এখনো ঘাস লাগানো হয়নি বলে কৃষকরা জানান। বৃষ্টি হলে বাঁধের মাটি ধসে পড়বে বলে জানিয়েছেন কৃষকরা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে ছায়ার হাওরের সুখলাইন গ্রামের পাশে ১১৭ মিটার বাঁধে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রাক্কলণ অনুযায়ী বাঁধের উচ্চতা ও স্লোবে মাটি দেওয়া হয়নি। ঝূঁকিপূর্ণ এই বাধটিতে স্লোবের মাটি আটকাতে বাশের যে বেড়া দেওয়া হয়েছে তাও নড়বড়ে। বাঁধের মাটি ভালোভাবে কমপেকশন না করায় মানুষের চলাচলেই দেবে যাচ্ছে। বৃষ্টি হলে এই বাঁধটির মাটি সরে যাবে বলে জানিয়েছেন এলাকার কৃষকরা।
তবে প্রকল্পের সঙ্গে জড়িতরা জানিয়েছেন, ভারি যানবাহন চলাচলের কারণে মাটি দেবে যাওয়ায় বাঁধটি ঝুঁকিতে আছেন। একাধিকবার মাটি ফেলা হলেও এ কারণে মাটি টিকছেনা।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মৃদুল চন্দ্র দাস বলেন, কিছুদিন আগে বৃষ্টি হওয়ায় এই সময় এই সড়কে ভারি যান চলাচল করেছিল। তাই গাড়ি চলাচলের কারণে বাঁধটি দেবে গিয়েছিল। আমরা আজ শ্রমিক লাগিয়ে স্লোবে মাটি ফেলব।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক ভূইয়া বলেন, জেলার সকল প্রকল্পেরই কাজ শেষ। শাল্লার ৬৯ নং প্রকল্পের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।