স্টাফ রিপোর্টার::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম বার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস ২০১৯ উপলক্ষে উপস্থিত রচনা লিখন, চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ২৩ মার্চ শনিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় উপস্থিত রচনা লিখন, চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও সুন্দর হাতের লেখায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
উপস্থিত ছিলেন মোহাম্মদ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী, সুনামগঞ্জ এর সাধারণ সম্পাদক এ্যাড, সালেহ আহমদ, এ্যাড. আলী আমজদ বীর মুক্তিযোদ্ধাসহ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সুনামগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রীদের অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।