1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হাওরের ফসল রক্ষা বাঁধের ৯৭ ভাগ কাজ শেষ: জেলা প্রশাসক

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ মার্চ, ২০১৯, ৬.৩০ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের ৯৭ ভাগ কাজ শেষ হয়েছে এবং সকল বাঁধে মাটি ফেলার কাজ শেষ করা হয়েছে বলে জানায় সুনামগঞ্জ জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি।
রবিবার (২৪ মার্চ) বিকাল ৫ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ দাবি করেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বকর সিদ্দিক ভুইয়া।
জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে তিনি বলেন, ২০১৮ ১৯ অর্থ বছরে সংশোধিত কাবিটা (কাজের বিনিময়ে টাকা ) কর্মসুচির আওতায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত ও সংস্কারের কাজের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, যে সকল বাঁধে ত্রুটি রয়েছে সেগুলো শীঘ্রই চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এসময় উপস্থিত বক্তারা জেলার বিভিন্ন হাওরের অপ্রয়োজনীয় বাধ নির্মাণ ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে ধরেন।
অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ বলেন, আগামী মাসের ২ তারিখে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী উপ মন্ত্রী ও সচিবগণ আসবেন। শুধু সুনামগঞ্জ নয় সারা দেশ সুনামগঞ্জের হাওর নিয়ে চিন্তিত। যে সকল বাঁধে কাজ হয়নি তাদের বিলও প্রদান করা হবে না। তিনি সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে ফসল রক্ষা বাধের স্থিও চিত্র, ভিডিও সংরক্ষণ করার আহ্বান জানান।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ভুইয়া উপস্থিত সুধী জনের প্রশ্নের জবাবে বলেন, ৫৭২ টি পিআইসির মাধ্যমে জেলার হাওর গুলোতে সাড়ে চারশো কিলোমিটার বাঁধ মেরামত করা হয়েছে। এজন্য সরকার থেকে ৯৭ কোটি ৫০ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। হাওরের সমস্যা স্থায়ী ভাবে নিরসনের জন্য ১২৩ কজ ওয়ে নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি প্রদীপ কুমার সিংহ, বীরমুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, মালেক হোসেন পীর, অ্যাডভোকেট আলী আমজাদ, আতম সালেহ, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ বক্তব্য রাখেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (১) আবু বকর সিদ্দিক ভুইয়া নির্বাহী প্রকৌশলী (২) খুশিমোহন সরকার সহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস প্রধানগণ ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!