হাওর ডেস্ক::
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের উদ্যেগে শহরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বিকেলে জেলা আ.লীগের ব্যানারে মঙ্গলাবর বিকেলে শহরের হোসন বখত চত্বর থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে গণমিছিল প্রধন সড়ক সমুহ প্রদিক্ষণ করে কেন্দ্রীয় শহীদ মিনাওে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। মিছিলের আগে-পিছে পুলিশের প্রহরা ছিল।
পরে শহীদ মিনারে সংক্ষিপ্ত আরোচনা সভায় বক্তব্য রাকেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুগ্ম সম্পাদক নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, কোষাধক্ষ্য ইশতিয়াক আহমদ শামীম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অভিজিৎ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শাহ আবু নাসের, সরকারি কলেজের সাবেক ভিপি মনিষ কান্তি দে মিন্টু, দপ্তর সম্পাদক অ্যাড. নূরে আলম ছিদ্দিকী উজ্জ্বল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল আজাদ রোমান, সদস্য রেজাউল আলম নিক্কু, ফজলুল কবির তুহিন, সদস্য হাসান মাহবুব সাদী, আতিকুল ইসলাম আতিক, মোতাহার হোসেন আখঞ্জি শামীম, সদর উপজেলা আ.লীগের সাদারণ সম্পাদক মোবারক হোসেন, জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি, যুগ্ম আহবায়কজুনেদ আহমদ, গৌতম বণিক, জেলা যুবলীগ নেতা জমিরুর হক পৌরব, ইশতিয়াক আলী রিপন, মাসহুদুর রহমান শাহেদ, মহিবুর রহমান মুহিব, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হক কিরণ, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. হারুন, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি এম এ আরমান অপি প্রমুখ।