স্টাফ রিপোর্টার::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি শ্যূটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও রাইফেলস ক্লাব সুনামগঞ্জ-এর আয়োজনে জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শ্যূটিং প্রতিযোগিতায় পেশাদার ক্যাটাগরিতে প্রথম হন সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন। দ্বিতীয় হন সুনামগঞ্জের সাহসী ও প্রতিবাদী বীর মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, তৃতীয় হন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম।
অপেশাদার ক্যাটাগরিতে প্রথম হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ, দ্বিতীয় সারা ইসলাম, তৃতীয় সহকারি কমিশনার শাকিল আহমদ।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় স্থানীয় সরকারি বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, কানন কুমার দেব, সদর থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।