স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীরকে মহান স্বাধীনতা দিবসে সম্মাননা দিয়েছে সিলেটের ঐতিহ্যবাহী স্টেশন ক্লাব। ১৩২ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই ক্লাব গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সিলেট বন্দরবাজার এলাকায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে তাকে সম্মাননা দেয়।
মালেক হুসেন পীরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও ক্লাবের সভাপতি এডভোকেট ইমাদ উদ্দিন শাহীনসহ অতিথি বৃন্দ।
অনুষ্টানে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার সুধীজন উপস্থিত ছিলেন।