রাজন চন্দ, তাহিরপুর
তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিন ইউনিয়নের রামসিংহপুর,হুকুমপুর ও শিবপুর গ্রামবাসীর খেলার মাঠ,ঈদগাহ মাঠ,বৈশাখী ধানের খলা ও সনাতন ধর্মালম্ভীদের শিবচতুর্দশীব্রত উদযাপন ও অষ্ঠমী মেলার স্থান বন্দোবস্ত বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার বিকেল ৪টায় তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিন ইউনিয়নের রামসিংহপুর,হুকুমপুর ও শিবপুর এ ৩টি গ্রামের সাধারন লোকজনের আয়োজনে শতাধিক মানুষের উপস্থিতিতে বন্দোবস্তকৃত স্থানে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনু হোসেন,মোস্তাফিজুর রহমান খোকন,মোহাম্মদ তারা মিয়া,হিমাংশু রঞ্জন তালুকদার,জগত তালুকদার,আবুল হোসেন মনু,আনোয়ার হোসেন,তোফাজ্জ্বল হোসেন,আবুল কালাম,জামাল মিয়া প্রমুখ।
মাববন্ধন চলাকালে বক্তারা বলেন, শ্রীপুর দক্ষিন ইউনিয়নের রামসিংহপুর,হুকুমপুর ও শিবপুর গ্রামবাসীর খেলার মাঠ,ঈদগাহ মাঠ,বৈশাখী ধানের খলা ও সনাতন ধর্মালম্ভীদের শিবচতুর্দশীব্রত উদযাপন ও অষ্ঠমী মেলার স্থান হুকুমপুর গ্রামের ধনাঢ্য ব্যাক্তি আব্দুল বারিক তার নিজ ও আত্বীয়স্বজনের নামে বন্দোবস্ত নেয়। এমতাবস্থায় বর্ণিত পতিত ভুমিটি বন্দোবস্ত বাতিল না করিলে আমাদের ৩ টি গ্রামের জনগুরুত্বপুর্ন কাজে ব্যাবহত স্থানটি চিরতরে ঘ্রাস করে ফেলবে এই ভুমিখেকোরা। এ ছাড়াও অকাল বন্যায় ফসলহানির সময় বোরো ফসল তোলার একমাত্র উচুঁস্থান ছিল এই জায়গাটি। আমাদের এই মানবন্ধনে উপস্তিত সবাই বন্দোবস্তকৃত জায়গাটি বাতিল করার জন্য বর্তমান সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি।