শামছুল আলম আখন্জী, তাহিরপুর:
সুনামগন্জ তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওর বেড়ি বাধ পরিদর্শন করেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের মানব সম্পদ সম্পদক, সুনামগন্জ ও সিলেটের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এড. শামীমা শাহরিয়ার। আজ (২৮ শে মার্চ) সকাল ১০:০০ ঘটিকার থেকে শুরু করে বিকাল ৫:০০ঘটিকা পর্যন্ত তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের ৬৩ নং পি আই সি বেড়ি বাধ পরিদর্শন করেন। পরে বাগলী বাজারে পথসভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সুনামগঞ্জ অতিথি হিসাবে বক্তব্য দেন সোনামগ্জ জেলা কৃষক লীগের আহবায়ক আঃ কাদির শান্তি মিয়া, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলহাজ জিল্লুর রহমান উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক জুলহাস মল্লিক, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক শামছুল আলম আখন্জী টিটু, উপজেলা কৃষকলীগের সিনিয়র আহবায়ক ওয়াহিদ খসরু, সুনামগন্জ জেলা ছাত্র লীগের সাংঘটনিক সম্পাদক তারেক রহমান, উত্তর শ্রীপুর কৃষকলীগের আহবায়ক শেখ মস্তফা, উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষক লীগের যুগ্ন আহবায়ক আবুল ফয়েজ প্রমুখ।
যাওয়া পথে সংসদ সদস্য এড শামীমা শাহরিয়াকে উঃ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর তরং নয়াবন্দ শিবরামপুর মাটিয়ান সিলানী তাহিরপুর গ্রামের এলাকা বাসী পক্ষ থেকে উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক শামছুল আলম আখন্জী মিষ্টি মুখে তুলে দেন।