জাকির হোসেন রাজু, বিশ্বম্ভরপুর::
বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা বাজারে ১৩ অক্টোবর বৃহস্হপতিবার ২টি হোটেল রেস্তোরায় ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, পণ্য উৎপাদন, বিক্রী এবং মূল্যতালিকা না থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ হোটেল-রেস্তোরাকে অর্থদন্ড করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সনের ৪৩ ধারায় বিশ্বম্ভরপুর উপজেলার ইউএনও তানিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন । অভিযানকালে শক্তিয়ারখলা বাজারের হোটেল মালিক নির্মল সেনকে ১ হাজার টাকা, হিরোন্ন ভালা রেস্টুরেন্টের মালিক সুবিদ দেবনাথ কে ১ হাজার টাকা অর্থদন্ড দিয়ে তাৎক্ষনিক জরিমানার অর্থ আদায় করা হয়। এসময় এসব হোটেল-রেস্তোরা থেকে পোড়া অস্বাস্থ্যকর তেল, ক্ষতিকর সোডা, রং ও বিভিন্ন কাঁচামাল এবং রান্না করা খাবার স্বাস্থ্যকর পরিবেশে রাখার জন্য আদেশ করা হয় । এদিকে, শক্তিয়ারখলা বাজারে হোটেল-রেস্তোরায় অভিযানকালে বাজারের অন্যান্য সকল দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা সটকে পড়েন। অভিযানে বিশ্বস্বাস্থ্য বিভাগের স্যানেটারি ইন্সপেক্টর বিশ্বম্ভরপুর উপজেলার আমজাদ হোসেন , ভ্যাট সহকারী আলাল উদ্দিন প্রমুখ। এ অভিযানে সহযোগীতা করেন বিশ্বম্ভরপুর থানার এস আই মহিবুল ইসলাম ও কনেষ্টবল সোহাগ মিয়া, সেকান্দর আলী, আব্দুর রশিদ। |
Quick Reply |