1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মার্চ, ২০১৯, ৭.৩২ এএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিসহ বিদেশে পালিয়ে থাকা সকল খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
শনিবার (৩০ মার্চ) সকালে, সিলেট সরকারী কিন্ডারগার্টেন স্কুল দেশসেরা প্রাথমিক বিদ্যালয়ের গৌরব অর্জন উপলক্ষে আনন্দ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের আগে তার পলাতক খুনিদের ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা সম্ভব কি-না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জন্মশতবর্ষে সারাদেশে ব্যাপক আনুষ্ঠানিকতায় উৎসব উদযাপনের পরিকল্পনা রয়েছে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর খুনিসহ সকল খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে কানাডার খুনিকে ফেরানোর ব্যাপারে অনেকটা অগ্রগতি হয়েছে।
আগামী আমেরিকা সফরে সেখানে পলাতক খুনিকে ফেরানোর বিষয়ে মন্ত্রী আরো আলোচনা করবেন বলেও জানান।
মন্ত্রী আরও বলেন, সিলেট নগরীর অগ্নিঝুঁকি ও ভুমিকম্প ঝুঁকি মোকাবিলায় বিশেষ পরিকল্পনা রয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ গ্রহন প্রয়োজন বলেও জানান মন্ত্রী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জিন্দাবাজার সরকারি কিন্ডারগার্টেনের ম্যানেজিং কমিটির সভাপতি নাজনীন হোসেন, প্রধান শিক্ষক নাসিমা বেগম প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!