শামছুল আলম আখঞ্জী, তাহিরপুর:
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে বেড়ি বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী জাহিদ বিন ফারুক এম পি।
বুধবার দুপুরে উপজেলার শনির হাওর সাহেবনগর ক্লোজার ও মহালিয়া হাওরের সব কয়টি পি আই সির বাঁধ পরির্দশন করেন তিনি। পরির্দশন শেষে তিনি পিআইসির উদ্দেশ্যে বলেন, আরো ভালো কাজ করতে হবে। ফসল উঠার আগ পযন্ত সকল পিআইসিদের নিজ দায়িত্বে বাধ মেরামত ও তদরাকির কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন তিনি। কারো অবহেলার কারনে বাধ ভেঙ্গে গেলে পিআইসিদের এর দায় বহন করতে হবে বলে জানান তিনি।
পরিদর্শনকালে এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ড. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বরক সিদ্দিক ভূইয়া প্রমুখ।